জামালপুরে আরুনীর নির্বাচনী গণসংযোগ


 

 
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:-
 
জামালপুর সরিষাবাড়ীতে শনিবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুনী।
 
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হতে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুনী গণসংযোগ শুরু করেন জামালপুর—সরিষাবাড়ী অঞ্চলের দিগপাইত উপ—শহর এলাকা থেকে। 
 
উক্ত গণসংযোগ এর সঞ্চালনায় ও সার্বিক দিকনির্দেশনায় ছিলেন শহীদ ভিপি ।
 
 শনিবার সকালে ঢাকা থেকে জামালপুর—সরিষাবাড়ী অঞ্চলের দিগপাইত এলাকায় আসলে দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনগন আরনীকে ফুল দিয়ে বরণ করে নেন । পরে সরিষাবাড়ী উপজেলার সানাকৈর, ফয়েজের মোড়, বাউসী, পপুলার মোড়, বাসস্ট্যান্ড, শিমলাবাজার আমতলা, আরামনগর বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। 
 
এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী, আরুনীর মা মাহমুদা সালাম তালুকদার, ভাতিজা আজিজুল কবীর ভালুকদার, কেন্দ্রীয় যুবদলের সদস্য সুজাত আলী, জামালপুর জেলা বিএনপির সহ—সভাপতি শামীম আহাম্মেদ। আরও উপস্থিত ছিলেন নুরুজ্জামান তালুকদার বাবু, এবিএম রেজা ভানুসহ অনেক নেতাকর্মী, সুধীজন ও সাধারণ জনগন ।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।