পলাশবাড়ীতে বন্ধন শাখর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত


 
 
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিবাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বন্ধন শাখর সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে বন্ধন পলাশবাড়ী শাখার আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সমন্বয়কারী বন্ধন শফিকুল আলম চৌধুরী, 
প্রধান আলোচক পলাশবাড়ী উপজেলার যুব উন্নয়ন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস।
 
এতে বক্তব্য রাখেন,যমুনা লাইফ ইনস্যুরেন্স এর এসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ,অবসরপ্রাপ্ত শিক্ষক ও সদস্য বিশ্বসাহিত্য কেন্দ্র সাইদুর রহমান প্রধান।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।