রংপুর-পলাশবাড়ী সড়কে দূর্ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ রংপুর- বগুড়া মহাসড়কের পলাশবাড়ীর সংলগ্নে বিটিসি নামক  সড়ক পার হইতে গিয়ে এক বৃদ্ধর মৃত্যু।
 
২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর সোনাতলা নিবাসী মোহাম্মদ ওসমান গনি (৬০) বিটিসি হাইওয়ে রোড পার হতে গিয়ে মাইক্রোবাস এর সঙ্গে এক্সিডেন্ট হয়ে গুরুতর আহত হন।
 
 চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় অবস্থার অবনতি  হলে  রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় সে মৃত্যুবরণ করেন। 
 
নিহতের বিষয়টি ১৫ নং কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নিশ্চিত করেন।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।