বিজ এর গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে  সবজি বীজ বিতরণ


 
 
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
 
বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বীজে’র গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে ধাপেরহাট শাখাতে  ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। 
 
পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ধাপেরহাট শাখার চত্বরে
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সবজি বীজ বিতরণের আয়োজন কার হয়।
 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। গাইবান্ধা জেলার বিজের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ সাব জোনের  সাব্ জোনাল ম্যানেজার শহিদুল ইসলাম প্রামানিক, গাইবান্ধা জেলার জোনের সিনিয়র কমপ্লেসান্স  অফিসার হাবিবুর রহমান,ধাপেরহাট শাখার শাখা ব্যবস্থাপক আকাশ আহমেদ, পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা প্রমুখ।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।