অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, সময়ঃ ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়াএলজিইডির সদর উপজেলার দুর্নীতিবাজ প্রকেীশলী আরিফুদ্দৌলার অবশেষে বদলী হয়েছেন। তাকে বরিশাল বিভাগের বাকের গঞ্জে বদলী করা হয়েছে বলে এলজিইডি সুত্রে জানাগেছে । তার বদলীর সংবাদে সংশিলিষ্ট দপ্তরের ঠিকাদাররা মিষ্টি বিতরণ করেছে।
উপজেলা প্রকেীশলী আরিফুদ্দৌলা কুষ্টিয়া সদরে যোগদান করার পর ফ্যাসিষ্ট আতার দোসর হিসেবে ফাইল আটকে রেখে ঠিকাদারদের কাছ থেকে ৫% ঘুষ আদায় করার কারণে তাকে “ মিষ্টার ফাইভ পার্সেন্ট” নামে ডাকতন ঠিকাদাররা ।
দুর্ণীতি করা টাকা দিয়ে তিনি পশ্চিম মজরপুরের সাদ্দাম বাজার গলির ভিতর প্রায়২কোটি টাকা ব্যয়ে৫তলাফাউন্ডেশনদিয়েবাড়িকরছেন।
এ বাপারে “শা” আধ্যাক্ষরের একজন ঠিকাদার জানিয়েছেনবিভিন্নঠিকাদারদেরসাইটথেকেজোর করে পাথর এনেঢালাইএরকাজচালিয়েছেন তিনি । এলাকাবাসীর প্রশ্ন তিনি কত টাকা বেতন পান ? এতটাকারউৎসকোথায় ? এ ব্যাপারে প্রকেীশলী আরিফুদ্দৌলার বক্তব্য নেয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য দুদককে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী ।
© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।