"ইলিশ মাছ"


ইলিশ মাছ,ইলিশ মাছ
কোথায় তোমার বসবাস।
কোথায় গেলে পাবো তোমায় শুনি।

তুমি নাকি বিদেশ যাও
তোমার আছে কি হাত পাও?।
আমাদের বাড়ি কবে আসবে, 
বলে যাও আমাদের এখুনি।

তুমি নাকি জাতীয় মাছ
আমাদের দেশে নাকি হয় চাষ।
কবে তোমায় ছুঁতে পারবো, 
কবে আমাদের জোরাবে হৃদয় খানি।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।