পীরগঞ্জে বাসের চাপায় মহিলা নিহত


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ -রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহি কোচের চাপায় ফাতেমা বেগম নামের এক মহিলা নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে বুধবার সকাল ৯ টায় ঢাকা রংপুর-ঢাকা মহসড়কের পীরগঞ্জ বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের সংলগ্ন স্থানে।
 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘটনার সময় রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছে একটা যাত্রীবাহী রিক্সাভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী ফাতেমা বেগম রাস্তার উপর সিটকে পড়লে যাত্রীবাহী বাসটি  ফাতেমা বেগমকে চাপা দিয়ে দ্রত চলে যায়। 

 

এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। নিহত ফাতেমা বেগম (৬৪) পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মানিক মন্ডলের স্ত্রী। বাসটি আটক করা সম্ভব হয়নি এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

 

 

মোঃ আকতারুজ্জামান রানা
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।