অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:০৬
বিশ সেপ্টেম্বর আদভিকার শুভ জন্মদিন
আলোকে আলোকে এই দিন হোক রঙিন,
জাফিরা সিনায়াত সানারী আদভিকা
তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
তোমার সুখী সুন্দর সমৃদ্ধ জীবন প্রত্যাশা,
পথচলা হোক নিরাপদ আনন্দময় শান্তিময়
তোমার মেধা মননে কর্মে করবে বিশ্বজয়।
লেখাপড়া করে কীর্তি-কর্মে জগৎ জুড়ে
মানবতার সেবায় জননন্দিত হও ঘরে ঘরে,
সুখে-দুঃখে অগ্রযাত্রায় সততার সাথে
প্রতিনিয়ত এগিয়ে যাও সফলতার পথে।
পিতা-মাতার গর্ব ও গৌরবের সন্তান তুমি
তোমার আলোয় আলোকিত বাংলার ভূমি,
আমার আদরের নাতনী অনেক গুণে গুণাম্বিত
আমরা সবাই আনন্দিত ধন্য গৌরবাম্বিত।
লেখক পরিচিতি:লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা), কেন্দ্রীয় কমিটি
© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।