অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:১৭
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ -পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী মৌজাস্থ ছানারুলের রাইচমিল দোকান ঘরে এ খাদ্য বান্ধবের ১৫ টাকা দরে চাল বিতরন করা হয়।
২১ সেপ্টম্বর রোববার ভাই বন্ধু টেডার্স সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৫১ সুবিধাভোগীদের মাঝে সুষ্ট ভাবে বিতারণ করা হয়।
খাদ্য বান্ধব পরিচালিত ডিলার ছানারুল ইসলাম বলেন ১ং ক্রমিক থেকে ৫৫১নং ক্রমিক পর্যন্ত সুবিধাভোগীদের মাঝে ১৫টাকা দরে ৩০কেজি চাল সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশের মধ্যদিয়ে বিতরন করছেন।
© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।