সুনামগঞ্জের ধর্মপাশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি :-সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ৩নং পাইকুরাটি ইউনিয়নে নিহত তুষার (১৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
 
স্থানঃ গাছতলা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর কক্ষে, ৩নং পাইকুরাটি ইউনিয়ন, ধর্মপাশা, সুনামগঞ্জ। 
 
সময় আনুমানিক সম্ভাব্য ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত তুষার (১৭) পাইকুরাটি ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের বাসিন্দা তার পিতার নাম রোকন মিয়া,মাতার নাম মনবুল বেগমের তিন ছেলের মধ্যে নিহত তুষার (১৭) সবচেয়ে ছোট ছেলে। 
 
নিহত তুষারের (১৭) আত্মহত্যার কোন কারণ জানা যায়নি, এমনকি তার পিতামাতাও এ বিষয়ে কিছু বলতে পারেনি, ধর্মপাশা থানা কর্মরত অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক তার পিতা রোকন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে আমাদের কোন অভিযোগ নেই, তাই ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক নিহত তুষারের লাশ তার পিতা-মাতার কাছে অর্পণ করেন।##
 
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ 


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।