পলাশবাড়ী কেন্দ্রীয় মন্দিরে দুর্গা পূঁজা পরিদর্শন করেন নির্বাহী অফিসার নাজমুল আলম


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধা জেলার পলাশবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয়া দুর্গা পূঁজার মন্ডব পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
 

২৯ সেপ্টেম্বর সোমবার রাতে পলাশবাড়ী কালীবাড়ী বাজারে কেন্দ্রীয় কালী মন্দিরে দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন ও সনাতনী দের সাথে মতবিনিময় করেন নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময়  উপস্থিত ছিলেস,পলাশবাড়ী সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার, পূঁজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক বিদূষ রায়সহ স্থানীয় সনাতনী ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইন শৃংখলা বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

এছাড়া এদিন উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এসময় মন্ডবের পরিচালনা পরিষদ,ঠাকুর ও সনাতনী ধর্মালম্বীদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

 
 
 

 


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।