মালয়েশিয়ায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত


৭১ ভিশন ডেস্ক:- মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি।

রোববার কুয়ানতানের কুয়ালা লিপিসে এই দুর্ঘটনা ঘটে। টয়োটা হাইলাক্স গাড়ি উলটে যায়। ফলে দুই বাংলাদেশি বাগান শ্রমিক নিহত হন। তারা হলেন মো. শামীম রেজা ও তুহিন আলী।

লিপিসের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান জানান, গাড়িটি তাদের দুজনকেই পিষে ফেলে। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

কাম্পুং তানজুং গাহাইতে শ্রমিকদের আবাসস্থল। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।


Email: islamictv@gmail.com

প্রকাশকঃ প্রকাশকের নাম

সম্পাদকঃ সম্পাদকের নাম

ফোনঃ

যোগাযোগঃ Hatirpool, Dhaka

© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।