অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:৩৩
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ-গাইবান্ধার পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার ২য় জামাত ছাত্র-ছাত্রীদের পবিত্র কোরআনের সবক প্রদান এবং ২য় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী উপলক্ষ্যে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর মহদীপুর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পুরস্কার বিতরণ ও দো’আ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাও. মো. শাহ্ আলম ফয়জী। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাে খন গোবিন্দগঞ্জের কামদিয়া মারকাজুল হুদা মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও. আসাদুজ্জামান আসাদ ও অত্র মাদ্রাসার আব্দুল মমিন ওবায়দীসহ অন্যান্যরা।
এসময় অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক-ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্র মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বিশেষ দো’আ পরিচালনা প্রদান মেহমান মুফতি আমিনুল ইসলাম।
© Islamic Tv ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।