add

বগুড়া পৌর ১৩নং ওয়ার্ড জামায়াতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অফিস ডেস্ক
আপডেট: ০৩:৪৭, ২৫ অক্টবার ২০২৫
photo

বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় শাজাহানপুরের সাজাপুর ফুলতলা কামিল মাদরাসা মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমান, সাজাপুর ফুলতলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, খরনা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আতিকুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি আবু সুফিয়ান পলাশ, সহকারী সেক্রেটারি শাহিন খান, বায়তুলমাল সেক্রেটারি রেজাউল করীম ও ওয়ার্ড কর্মপরিষদ সদস্য রেজওয়ান হোসেন প্রমুখ।

অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখে, শৃঙ্খলাবোধ সৃষ্টি করে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের নৈতিক ও মানসিক বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 
 

 

শেয়ার করুন