add

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে হিলিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অফিস ডেস্ক
আপডেট: ০৭:৫৯, ২৮ অক্টবার ২০২৫
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চারমাথা মোড়ে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি চারমাথা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ বলেন, পল্টন ট্রাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। তারা এই ঘটনার ন্যায্য বিচার দাবি করেন এবং দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন