add

বগুড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জামায়াত

অফিস ডেস্ক
আপডেট: ০৭:৫২, ০৬ সেপ্টেম্বার ২০২৫
photo

শনিবার বগুড়া সদরের নুনগোলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে নিশিন্দারা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ইউনিয়ন আমীর প্রভাষক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারী লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর আবিদুর রহমান সোহেল। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মাওলানা ড. হেদায়েতুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের ১১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঘুষ দুর্নীতি সন্ত্রাস চাাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে সমাজের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কৃষক শ্রমিকের ঘুষ দুর্নীতে জড়িত নয়, যারা জড়িত তারা সবাই শিক্ষিত। 

 

তিনি উপস্থিত সবাইকে মহান সৃস্টি কর্তাকে স্মরণ করে ঘুষ দুর্নীতি মুক্ত দেশ গড়তে সকলের প্রতি আহবান জানান। ঘুষ সন্ত্রাস দূর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য  জামায়াতে ইসলামী ও কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন