add

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

অফিস ডেস্ক
আপডেট: ০৬:১১, ২৬ নভেম্বর ২০২৫
photo

 

 

নিজস্ব প্রতিবেদক : 

 

কুষ্টিয়া- (সদরআসনে বিএনপির  মনোনয়ন বাতিল করে  জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল  মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। মঙ্গলবার (১৮ নভেম্বররাত ৮টার দিকে সদর উপজেলার মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী-সমর্থক মশাল মিছিল বের করেন। 

মিছিলশেষেকুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কঅবরোধকরেতারাসোহরাবউদ্দিনের মনোনয়নদাবিতেস্লোগান দেন।এসময়আওয়ামীলীগওতাদেরশাটডাউন কর্মসূচির বিরুদ্ধেও স্লোগান দেনতারা।

বিক্ষোভকারীরা বলেন, আমরা৬টাইউনিয়নের নেতাকর্মীরা আজরাজপথেদাঁড়িয়েছি। এইআসনেরমনোনয়নপ্রত্যাহার করেঅধ্যক্ষ সোহরাবউদ্দিনকে দিতেহবে।বিএনপির কেন্দ্রীয় কমিটিমনোনয়নদিয়েছেন ইঞ্জিনিয়ার জাকিরহোসেনসরকারকে। ৪৫বছরধরেঅধ্যক্ষ সোহরাবহোসেনজেলাবিএনপিকে আগলেরেখেছেন। তারজীবনেরমায়াকরেননি। তিনিনেতাহিসেবেকর্মীদের কাছেথেকেছেন। সোহরাবউদ্দিনকে যদিমনোনয়নদেওয়ানাহয়তাহলেএইআসনইঞ্জিনিয়ার জাকিরহোসেনসরকারবিএনপিকে দিতেপারবেনা।

তারাআরওবলেন, সঠিকভাবে এইআসনেরমনোনয়নদেওয়াহয়নি।যদিহতোতাহলেঅধ্যক্ষ সোহরাবহোসেনপেতেন।আমরাদলেরহাইকমান্ডের কাছেজননেতাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকরহমানের কাছেদাবিজানাইএইআসনটিপুনর্বিবেচনা করারজন্য।সোহরাবউদ্দিনের কোনোদুর্নীতির মামলানেই, আছেসবরাজনৈতিক মামলা।উনিদুঃসময়ে দলেরনেতাকর্মী যারাজেলেছিলেন, তাদেরওতাদেরপরিবারের পাশেদাঁড়িয়েছিলেন। এইআসনযদিসোহরাবভাইনাপানতাহলেএইআসনবিএনপিহারাবে। মনোনয়নপুনর্বিবেচনা করেসোহরাবউদ্দিনকে দলীয়মনোনয়নদিলেএআসনেধানেরশীষেরবিজয়নিশ্চিত হবে।তাকেমনোনয়ননাদিলেআরওকঠোরকর্মসূচিরও ঘোষণাদেনবিক্ষোভকারীরা। 

এতেসোহরাবউদ্দিনের সমর্থকস্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগীসংগঠনের নেতাকর্মীরা অংশনেন।কর্মসূচি শেষহলেরাতসাড়ে৮টারদিকেমহাসড়কে যানচলাচলস্বাভাবিক হয়।

শেয়ার করুন