অফিস ডেস্ক
স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘দেশের স্বার্থে একটি ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন হবে এক ভিন্ন মাত্রার নির্বাচন।’
বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সানাউল্লাহ আরও বলেন, ‘বিগত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।’
তিনি জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে, কারণ একই সঙ্গে দুটি ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভোটের দিন গণমাধ্যমের অবাধ চলাচল ও সংবাদ কাভারেজে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের জোয়ারে এখন পুরো নির্বাচন কমিশন কাজ করছে। সরকারের সঙ্গে সুর মিলিয়েই আমরা শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চাই।’