add

গাইবান্ধায় ডোবায় মিললো যুবকের মরদেহ

অফিস ডেস্ক
আপডেট: ০২:২৪, ২৪ সেপ্টেম্বার ২০২৫
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুমন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকার হিন্দুপাড়া ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত সুমন মিয়া সাপমারা ইউনিয়নের ইসলাম মাঠেরপার গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয়রা জানায়, সুমন মাদকের আসক্ত ছিল। প্রায়ই মদ খেয়ে মাতলামি করতো। আজ হঠাৎ করে তার মরদেহ ডোবায় ভাসতে দেখা গেছে।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, সুমন মিয়া মৃগীরোগী ও সে নেশার সঙ্গে জড়িত ছিল। তবে স্থানীরা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে। তার পরেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন