add

নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
আপডেট: ০৭:৪৪, ১৪ অক্টবার ২০২৫
photo

উজ্জ্বল রায়,নড়াইল থেকে:-নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নড়াইল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫-এর কনস্টেবল থেকে নায়েক কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই নায়েক থেকে  এএসআই (সঃ) এএসআই (সঃ) থেকে এসআইই (সঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র, সভাপতি ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অন্যান্য সদস্যদের নিয়ে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা গ্রহণ করেন। 
 
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নড়াইল, শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা, বিএম শাহাদৎ হোসেন, আরআই, পুলিশ লাইন্স, নড়াইলসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

শেয়ার করুন